দেশ

সাংসদদের বহুতল আবাসনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংসদদের বহুতল আবাসনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধন করার পর নরেন্দ্র মোদি বলেন, “সাংসদদের বাসস্থানের সমস্যা দীর্ঘদিনের। এবার এটার সমাধান হল। এড়িয়ে গেলেই কয়েক দশকের পুরোনো সমস্যা শেষ হয়ে যায় না, বরং সমাধান বার করতে হয়।” এই ফ্ল্যাটগুলি নয়া দিল্লির ডঃ বিডি মার্গে অবস্থিত। আরও ৮টি পুরোনো বাংলো, যেগুলি ৮০ বছরেরও বেশি পুরোনো, থেকে নতুন করে ৭৬টি ফ্ল্যাট তৈরি হয়েছে। সাংসদদের বহুতল ফ্ল্যাট তৈরি করতে গিয়ে সবুজ ভবনের ধারণা, যেমন সোলার প্ল্যান্ট, বৃষ্টির জল ধরে রাখা, পয়ঃপ্রণালী ব্যবহার করা হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী। তিনি রাজধানীতে বেশ কয়েকটি প্রকল্পের তালিকাও দিলেন, যেগুলি বহু বছর অসম্পূর্ণ ছিল। এবং সেগুলি তাঁর সরকার সময়ের আগে শেষ করছে। নরেন্দ্র মোদি বলেন, প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আমলে আম্বেদকর জাতীয় স্মারকের আলোচনা শুরু হয়। ২৩ বছর পর এই সরকার সেটি তৈরি করেছে। কেন্দ্রীয় তথ্য কমিশনের নতুন ভবন, ইন্ডিয়া গেটের কাছে যুদ্ধ স্মারক ও জাতীয় পুলিশ স্মারক অনেক বছর ধরে বকেয়া থাকার পর এই সরকার সেগুলি নির্মাণ করছে।তিনি আশা প্রকাশ করেন, নতুন ফ্ল্যাটগুলি সাংসদদের নিরাপদ ও ভাল রাখবে।