ভ্যাকসিন কবে আসছে, মমতার প্রশ্নে দিশাহীন মোদি
আজ আটটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক সারলেন নরেন্দ্র মোদি। প্রশ্ন ছিল একটাই, কবে আসছে ভ্যাকসিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আর্জিই জানিয়েছিলেন, দ্রুত চাই। কিন্তু অপ্রত্যাশিত উত্তর এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে… বলা সম্ভব নয়। এমনকী দাম কী হবে, ডোজই বা কী হতে চলেছে, সে ব্যাপারেও নির্দিষ্ট কোনও তথ্য দিতে পারলেন না প্রধানমন্ত্রী। বল ঠেলে দিলেন বিজ্ঞানীদের কোর্টে। করোনা বৃদ্ধির কারণ হিসেবে অসুখ লুকনোকেই দায়ী করলেন তিনি। তাঁর কথায়, ভ্যাকসিন কবে আসবে এখনও ঠিক নেই, কিন্তু তা বলে আত্মসমর্পন করলে চলবে না। সতর্কতায় ঢিলেমি দিলে কোনও মতেই চলবে না। লড়তে হবে সংক্রমণ কমানোর জন্যে। এ দিন নরেন্দ্র মোদি পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে বলেন, অন্য দেশের তুলনায় সুস্থতার হার বাড়ছে। কিন্তু সতর্কতায় ঢিলেমি দিলে চলবে না। তবে এখন আবার নতুন করে সচেতন হওয়ার সময় এসেছে।ভ্যাকসিন কবে আসবে, বিষয়ে তাঁর মন্তব্য, “ভ্যাকসিন কবে আসবে তা বিজ্ঞানীরা ঠিক করবেন। কত ভ্যাকসিন নিতে হবে, কোন ডোজ কার্যকর হবে তাই নিয়ে এখনও গবেষণা চলছে। এই নিয়ে ধাপে ধাপে এগোতে হবে। আমরা ভারতীয় উৎপাদক, আন্তর্জাতিক নিয়ামক সংস্থা, আন্তর্জাতিক গবেষণা সংস্থার সঙ্গে যোগাযোগ করছি।”তিনি মনে করিয়ে দিচ্ছেন, ভ্যাকসিন এলেই হল না, দেখতে হবে সবাই যেন এই ভ্যাকসিন পায়। তাঁর মত, এত বড় টিকাকরণ অভিযান দীর্ঘ সময় চলবে। ফলে বিবাদ ভুলে দলগত ভাবে একসঙ্গে কাজ না করলে টিকাকরণ অভিযানে সাফল্য আসবে না। তবে তাঁর আশ্বাস, ভারত যে ভ্যাকসিন দেবে, তা সমস্ত বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষার পরই সিদ্ধান্ত হবে। রাজ্য-কেন্দ্র যৌথভাবে কাজ করতে ভ্যাকসিন হবে টিকাকরণ বিষয়ে, এই নিদান দিয়ে তিনি।