দেশ

কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার ১ লক্ষ কোটি টাকার তহবিল তৈরি করেছেঃ মোদি

 বারাণসীতে জাতীয় সড়কের প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠান থেকে কৃষি আইন নিয়ে বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পাশাপাশি অভিযোগ করলেন, বর্তমান সময়ে বিরোধীদের বিরোধিতার মূল ভিত্তি হল জল্পনা । কৃষি আইনের ক্ষেত্রেও সেই কথা প্রযোজ্য বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী । বারাণসীর রজতালাব পর্যন্ত ছয় লেনের প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । প্রকল্পের উদ্বোধন করার পর নিজের বক্তব্যে কৃষি আইন নিয়ে বিরোধীদের কটাক্ষ করেন প্রধানমন্ত্রী । বলেন, “এখন একটা ট্রেন্ড চলছে । আগে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করা হত । এখন সিদ্ধান্ত মেনে নিলেও তার পারিপার্শ্বিক ফলাফল নিয়ে জল্পনা শুরু হয়ে যায় । যেই ফলাফল আদৌ ঘটবে কি না, অথবা যার কোনও ভিত্তি নেই, বিরোধীরা সেসব নিয়ে গুজব শুরু করে দেয় । বিরোধিতার মূল ভিত্তিই হল জল্পনা । কৃষি আইনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য ।” প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের নতুন কৃষি আইনের ফলে কৃষকরা উপকৃত হবেন । সম্প্রতি কেন্দ্রীয় সরকার এক লাখ কোটি টাকার তহবিল তৈরি করেছে । সেই তহবিলের মাধ্যমে কৃষকদের জন্য হিমঘর তৈরি ও অন্যান্য সুবিধার ব্যবস্থা করা হবে । প্রধানমন্ত্রী এদিন সেই প্রকল্পের উল্লেখ করেন । বারাণসীতে ফসল সংরক্ষণের জন্য নতুন কার্গো সেন্টার তৈরি করা হয়েছে । এর ফলে কৃষকরা খুব সহজে তাঁদের ফসল মজুত করতে ও বিক্রি করতে পারবেন বলে জানান প্রধানমন্ত্রী । তিনি দাবি করেন, নতুন কৃষি আইনের ফলে দেশের কৃষকরা অনেক সুযোগ পাবেন । পাশাপাশি আইনি সুরক্ষাও পাবেন তাঁরা । প্রধানমন্ত্রী বলেন, “আগে যেসব ঋণের প্যাকেজ কৃষকদের জন্য নিয়ে আসা হত তার সুবিধা তাঁরা পেতেন না । বড় বড় বাজারে ফসল বিক্রির সুযোগ পাবেন চাষিরা । কৃষকদের স্বার্থ রক্ষার জন্যই কৃষি আইন সংশোধন করা হয়েছে । কৃষকদের কি নিজেদের ফসল বিক্রি করার স্বাধীনতা নেই?’ স্বামীনাথন কমিশনের প্রস্তাব অনুযায়ী কৃষকদের নূন্যতম সহায়ক মূল্যের দেড়গুণ দেওয়ার প্রতিজ্ঞা কেন্দ্রীয় সরকার পালন করেছে বলে জানান মোদি । প্রধানমন্ত্রীর দাবি, নতুন কৃষি আইনের প্রভাব অদূর ভবিষ্যতে দেখা যাবে ।