নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মাঝেরহাট ব্রিজের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী ৷ ২৩ জানুয়ারি শুরু হতে চলেছে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী। সেই মহাস্মরণীয় ঘটনার সাক্ষী হয়ে থাকতে চলেছে নবনির্মীত মাঝেরহাট সেতু। আগামী বৃহস্পতিবার এই সেতুর উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার দুই দিন আগে মঙ্গলবার নবান্নে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন এই সেতুর নামকরণ হতে চলেছে নেতাজী সুভাষচন্দ্র বসুর স্মৃতিতেই। এর নাম হবে ‘জয়হিন্দ সেতু’।