বিদেশ

নয়া কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনের আগুন ছড়াল এবার আমেরিকা ও লন্ডনে, দূতাবাসের সামনে প্রবল বিক্ষোভ

কৃষক আন্দোলনে শামিল শিখ সম্প্রদায়৷ আর সেই আন্দোলন এখন আর শুধুমাত্র ভারতে সীমাবদ্ধ নেই ৷ ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে ৷ লন্ডনের পর এবার আমেরিকার বিভিন্ন শহরে কৃষি বিল নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন শিখরা ৷ নিউ ইয়র্ক থেকে লন্ডন, টরন্টো থেকে সান ফ্রান্সিসকো, অকল্যান্ড থেকে বার্লিন- বিশ্বের বিভিন্ন শহরে শিখরা কৃষি বিল নিয়ে বিক্ষোভ করছেন। কৃষক আন্দোলনকে ঘিরে গোটা বিশ্বজুড়ে তোলপাড় চলছে ৷ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই কৃষক আন্দোলনকে সমর্থন করে একাধিক মতামত দিয়েছেন ৷ ব্রিটেন, আমেরিকার বিভিন্ন শিখ রাজনীতিবিদরাও কৃষকদের সমর্থন করছেন৷ এবার সুদূর কানাডার টরন্টো, নিউ ইয়র্কে কিংবা নিউজিল্যান্ডের অকল্যান্ডেও ছড়িয়ে পড়েছে প্রতিবাদের সুর৷ নরেন্দ্র মোদি সরকার ভারতের কৃষকদের সঙ্গে, বিশেষ করে পঞ্জাবের চাষীদের সঙ্গে অন্যায় করেছে বলে দাবি করছেন শিখ বিক্ষোভকারীরা।