তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলার বিরুদ্ধে শুল্ক দপ্তরের দায়ের করা মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আজ বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্য়ায় এবং বিচারপতি মোহাম্মদ নিজামউদ্দিনের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে ৷ আদালতে শুল্ক দপ্তরের তরফে আইনজীবী আমন লেখি বলেন, ‘‘কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ যে কারণ দেখিয়ে মামলা খারিজ করে দিয়েছে তা বেআইনি । শুল্ক দপ্তরের আইন অনুযায়ী যে কোনও ব্যক্তির ব্যাগ তল্লাশি করার অধিকার আধিকারিকদের রয়েছে । পাশাপাশি আরও একটি কথা বলা হয়েছিল সিঙ্গল বেঞ্চের নির্দেশে, যে এই বিষয়ে ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেটের নির্দেশে তদন্ত হচ্ছে। ফলে, আলাদা করে শুল্ক দপ্তরের তদন্তের প্রয়োজন নেই । সমন পাঠানোর দরকার নেই। তার মানে শুল্ক দপ্তর যদি মনে করে কাউকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তাহলে সেটা করতে পারবে না ? পাশাপাশি বিষয়টি শুল্ক দপ্তরের এক্তিয়ারের মধ্যে পড়ে ৷’’ শুল্ক দপ্তরের আইনজীবীর বক্তব্য় শোনার পর, ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করে এবং আগামী 1 ফেব্রুয়ারি থেকে মামলাটির শুনানি করা হবে বলে জানানো হয়েছে । ইতিমধ্যে রুজিরা নারুলা ও তাঁর বোন মানেকা গম্ভীরকে তাঁদের বক্তব্য হলফনামা আকারে জানাতে বলেছে আদালত।