জেলা

জাতীয় সংগীত পালটে দেখাক, মোদি সরকারকে কড়া হুঁশিয়ারি মমতার

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে জলপাইগুড়ির সভায় বিজেপিকে একাধিক ইশুতে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সম্প্রতি দেশের জাতীয় সংগীত বদলের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিজেপি নেতা সুব্রমনিয়ম স্বামী ৷ এবার সেই প্রসঙ্গ টেনে বিজেপি-কে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন , “জাতীয় সংগীত পালটে দেখাক ।” সেইসঙ্গে বিজেপিকে ডাকাত বলেও আক্রমণ করেন তিনি ।বিভাজনের রাজনীতি করছে বিজেপি । এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , মানুষে-মানুষে ভাগাভাগি করাই ওদের কাজ । কুৎসা ও হিংসার ধর্ম তৈরি করেছে বিজেপি । দাঙ্গা লাগিয়ে দিচ্ছে । কোথাও রাজবংশীর সঙ্গে বাঙালি । কোথাও বোড়োর সঙ্গে রাজবংশীর দাঙ্গা লাগিয়ে দিচ্ছে । মমতার অভিযোগ , “প্রতিশ্রুতি দিয়ে কথা রাখে না বিজেপি । চা বাগান খুলবে বলেও খোলেনি । অন্যদিকে দীর্ঘদিনের দাবি মেনে ময়নাগুড়ি, ফালাকাটা পৌরসভা তৈরি এবং ক্রান্তি ও বানারহাট ব্লক তৈরির প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী । সেইসঙ্গে ছোটো-বড় না মেনে পুরানো-নতুন সকলকে একসঙ্গে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি ।