১৯ ডিসেম্বর থেকে ‘যুগ যুগ জিও’-র শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। আর শুটিংয়ে যোগ দেওয়ার জন্য ১৮ ডিসেম্বর বিমানে মুম্বই থেকে চণ্ডীগড় যাবেন নীতু কাপুর। বরুণ ধাওয়ান ও পরিচালক রাজ মেহেতাও তাঁর সঙ্গে শুটিংয়ে যোগ দেবেন। পাঁচদিনের মধ্যে শুটিং শেষ করে ফের মুম্বই ফিরবেন নীতু। তবে ছবির বাকি অভিনেতারা অবশ্য ৩০ ডিসেম্বর পর্যন্ত শুটিং করবেন বলে জানা গিয়েছে। নীতু কাপুর, বরুণ ধাওয়ান ও পরিচালক রাজ মেহেতা কোরোনায় আক্রান্ত হওয়ার পরই বন্ধ করে দেওয়া হয়েছিল ‘যুগ যুগ জিও’-র শুটিং। তবে এখন তাঁরা সবাই কোরোনা মুক্ত। কয়েকদিন আগেই তাঁদের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। আর সেই কারণেই শীঘ্রই এই ছবির শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। এদিকে শুটিং বন্ধ হয়ে যাওয়ার পর বিমানে মুম্বই ফিরেছিলেন অনিল কাপুর, কিয়ারা আদবানি ও নীতু। তবে কোরোনায় আক্রান্ত হওয়ার পর আর বাড়ি ফেরেননি বরুণ ও রাজ। চণ্ডীগড়েই কোয়ারানটিনে ছিলেন তাঁরা।