এবার গোমাতাদের রক্ষার জন্য গরু মন্ত্রীসভা গঠন করেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। খোদ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইট করে জানিয়েছিলেন, ‘রাজ্যে গরুদের রক্ষা ও তাদের বৃদ্ধির জন্য গরু মন্ত্রীসভা গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশুপালন, বন, পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, রাজস্ব, স্বরাষ্ট্র ও কৃষক কল্যাণ দফতর এই গরু মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত হবে।’ এবার শিবরাজ সিং চৌহান সরকার জ্বালানিতে ‘গরু সেস’ লাগানোর পরিকল্পনা করছে। সরকার কমপক্ষে ২০০ কোটি টাকা আয় করার আশাবাদী, যা গরু কল্যাণে ব্যবহৃত হবে। এক বেসরকারি সংবাদ মাধ্যমকে সূত্রের খবর, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা ইতোমধ্যে গরু শুল্ক আদায় করেছে বলে উদ্ধৃত করে মধ্যপ্রদেশ সরকারের পশুপালন বিভাগ এই প্রস্তাব দিয়েছে। অধিদফতর পেট্রোল ও ডিজেলের জন্য প্রতি লিটারে ১৫ পয়সা এবং রান্নার গ্যাস সিলিন্ডারে প্রতি ১০ টাকা শুল্ক দেওয়ার প্রস্তাব করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পেট্রোল এবং ডিজেলের উপরের সেসটি বার্ষিক একশ কুড়ি কোটি টাকা আয় বাড়বে, যখন সিলিন্ডারে একই চার্জ প্রতিবছর অতিরিক্ত ৮৩ কোটি টাকা পাওয়া যাবে।