শুভেন্দুর কাঁথির সভামঞ্চে বিজেপিতে যোগ দিলেন তাঁর ভাই সৌম্যেন্দু অধিকারী। সৌম্যেন্দু অধিকারী সঙ্গেই বিজেপিতে যোগ দিয়েছেন কাঁথি পুরসভার আর ১৪ জন প্রাক্তন কাউন্সিলর সহ নেতা-কর্মীরা। সৌম্যেন্দু দীর্ঘদিন কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন। মেয়াদ ফুরনোর পর তাঁকেই পুর প্রশাসক পদে বসানো হয়েছিল। কিন্তু বুধবার আচমকাই তাঁকে সেই পদ থেকে সরানো হয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সৌম্যেন্দু। বৃহস্পতিবার প্রাথমিক শুনানির পর মামলা গ্রহণ করতে রাজি হয়েছে উচ্চ আদালত। শুক্রবার নন্দীগ্রামে একটি সভা ছিল শুভেন্দুর। সেই সভা থেকেই শুভেন্দু ঘোষণা করেন, সৌমেন্দু কাঁথির সভায় বিজেপিতে নাম লেখাচ্ছেন। কাঁথি থেকে তৃণমূলকে উচ্ছেদের ডাকও দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু। তার পর শুক্রবার বিকেল চারটে নাগাদ কাঁথির মঞ্চে পৌঁছন সৌম্যেন্দু। তৃণমূলের তরফে শুভেন্দুকে চ্যালেঞ্জ ছোড়া হয়েছিল, আগে নিজের বাড়িতে পদ্ম ফুটিয়ে দেখান শুভেন্দু। নিজের ভাইকে দলে টেনে কার্যত সেই চ্যালেঞ্জের জবাব দিলেন নন্দীগ্রামের প্রাক্তন সাংসদ।