জেলা

মৃত বিজেপি কর্মীর স্ত্রীকে চাকরি দিচ্ছেন মুখ্যমন্ত্রী

নিহত বিজেপি কর্মী সৈকত ভাওয়ালের স্ত্রীকে দমকলে চাকরি দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক নিহত সৈকত ভাওয়ালের স্ত্রী নবনীতার সঙ্গে দেখা করে এটি ঘোষণা করেন। কিছুদিন আগেই হালিশহরে বিজেপির ‘গৃহ সম্পর্ক অভিযান’এ বেরিয়ে দুষ্কৃতীদের মারে নিহত হন বিজেপি কর্মী সৈকত ভাওয়াল। বিজেপি আঙুল তোলে তৃণমূলের দিকে। যদিও তৃণমূল তা অস্বীকার করেছে। বৃহস্পতিবার সৈকতের বাড়িতে যান নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। সৈকতের স্ত্রী নবনীতা ভাওয়ালকে রাজ্য সরকারের দমকল বিভাগে চাকরি দেওয়ার কথা জানান। বিধায়ক পার্থ ভৌমিক বলেন, “নবনীতার পরিবার তৃণমূলের সঙ্গে বহুদিন ধরে যুক্ত। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দমকলমন্ত্রী সুজিত বসু দমকলে একটি ক্লারিক্যাল পোস্টে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন।” বিজেপি নেতৃত্বের অভিযোগ, ‘সব নাটক’। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য হালিশহরের সৈকত ভাওয়ালের মৃত্যু হয়েছে কিছুদিন আগে। বিজেপির ‘গৃহ সম্পর্ক অভিযান’ কর্মসূচিতে বেরিয়ে দুষ্কৃতীদের হাতে প্রাণ হারান তিনি। বুধবার নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক সৈকতের স্ত্রী নবনীতার সঙ্গে দেখা করেন। তাঁকে রাজ্য সরকারের দমকল বিভাগে চাকরির প্রতিশ্রুতি দেন পার্থ। তিনি বলেন, ‘নবনীতার পরিবার অনেকদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দমকলমন্ত্রী সুজিত বসু নবনীতাকে ক্লার্ক পদে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন।’ ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলছেন, পার্থ ভৌমিক নাটকবাজ।