জেলা

সাগরদ্বীপে চালু হয়ে গেল বোট অ্যাম্বুল্যান্স পরিষেবা

আগামী ৭ তারিখ দক্ষিন ২৪ পরগনা জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ তারিখ তিনি আসবেন সাগরদ্বীপে। সেদিনই তিনি গঙ্গাসাগর মেলার উদ্বোধন করবেন। তাঁর সেই সফরের আগেই এবার সাগরদ্বীপে চালু হয়ে গেল বোট অ্যাম্বুল্যান্স পরিষেবা। তবে এই পরিষেবা যে নতুন তা কিন্তু নয়, এই পরিষেবা আগেও ছিল। কিন্তু নদীতে ভাটা পড়লে সেই সময় এই পরিষেবা পাওয়া যেত না। তার জেরে জীবনমরণের সমস্যা সামনে এসে দাঁড়াতো। এবার এই সমস্যার সমাধান হতে চলেছে। গঙ্গাসাগর মেলার আগেই এবার সাগরদ্বীপে মুড়িগঙ্গা নদীতে ভাটার সময়েও মিলবে বোট অ্যাম্বুলেন্স পরিষেবা। কচুবেড়িয়া ঘাট থেকে লট নম্বর ৮ ঘাট পর্যন্ত নদীপথে যন্ত্রচালিত নৌকায় দিনরাত চালু থাকবে এই পরিষেবা। শুক্রবার নতুন এই অ্যাম্বুল্যান্স পরিষেবার উদ্বোধন করেন সাগরের তৃণমূল বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা। বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা জানান, ‘২০২০ সালের জরাজীর্ণতা কাটিয়ে নতুন বছরে সাগরদ্বীপের মানুষের কাছে এ এক উপহার। মুড়িগঙ্গা নদীপথে মুমূর্ষু রোগীকে কাকদ্বীপ, ডায়মন্ডহারবার কিংবা কলকাতার সরকারি ও বেসরকারি হাসপাতালে পৌঁছে দিতে দিনরাত এই পরিষেবা চালু থাকবে। নদীতে খুব কম জল থাকলেও এই অ্যাম্বুল্যান্স চলাচলে কোনও বাধা সৃষ্টি হবে না।’‌