চীন সরকারের সমালোচনা করে সম্প্রতি কমরেডদের ‘নেকনজরে’ পড়েছিলেন। এবার কার্যত ‘নিখোঁজ’ চীনের ধনকুবের তথা আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা। বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে যে এই হাই-প্রোফাইল ব্যবসায়ীকে দুই মাসের বেশি সময় ধরে জনসম্মুখে দেখা যায়নি। গত দু’মাসের বেশি সময় ধরে তাঁর কোনও খোঁজ নেই বলে জানা যাচ্ছে। চীনের সংবাদমাধ্যম এবিষয়ে অবশ্য চুপ। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইতিমধ্যে সোচ্চার হয়েছে। তাদের ইঙ্গিত, চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের অঙ্গুলিহেলনেই লোকচক্ষুর আড়ালে এই মুহূর্তে আন্তর্জাতিক মঞ্চে চীনের সর্বাধিক স্বচ্ছ ভাবমূর্তির ওই ধনকুবের। গত অক্টোবরে সাংহাইতে একটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন আলিবাবা কর্তা। এমনকী জ্যাক মা তার নিজস্ব ট্যালেন্ট শো, ‘আফ্রিকা বিজনেস হিরো’স এর চূড়ান্ত পর্বে উপস্থিত হননি। ইউকেএস টেলিগ্রাফ জানিয়েছে যে নভেম্বরের ফাইনালে আলিবাবার প্রতিষ্ঠাতাকে বিচারক প্যানেলে অংশ হিসেবে নেওয়ার কথা ছিল কিন্তু তাঁর বদলে একজন আলিবাবা নির্বাহী সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আশ্চর্যজনকভাবে, জ্যাক মা’র ছবিও তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। চীনের অর্থনৈতিক বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা ও ব্যাঙ্কগুলির কড়া সমালোচনা ছিল সেই বক্তৃতায়। সংস্কারের পক্ষেও সওয়াল করেছিলেন জ্যাক মা। স্বাভাবিকভাবেই বিষয়টি ভালো চোখে দেখেননি জিনপিং। এরপর থেকেই চীন সরকারের সঙ্গে জ্যাক মার সম্পর্কের অবনতি ঘটে। স্বয়ং প্রেসিডেন্টের নির্দেশে জ্যাক মা’র অন্য একটি সংস্থার বিরাট অংশের শেয়ার ছাড়ার বিষয়টি আটকে যায়। ওই ধনকুবেরকে বিদেশ যেতে নিষেধও করেছিল জিনপিং প্রশাসন। ক্রিসমাসের আগের দিন আলিবাবা গ্রুপের বিরুদ্ধে একটি তদন্তও শুরু করা হয়েছে। ফলে জ্যাক মা’র ‘নিরুদ্দেশ’ হওয়ার পেছনে সরকারের হাতই দেখছে আন্তর্জাতিক মহল। বিষয়টি নিয়ে অবশ্য চুপ চীন সরকার।