জেলা

বিজেপির ৬-৭ জন সাংসদ ভোটের আগেই তৃণমূলে যোগ দেবেন, দাবি খাদ্যমন্ত্রীর

ভোটের আগেই ব্যাতিক্রমী ঘটনার সাক্ষী থাকতে পারে রাজ্য। এমনটাই দাবি করলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ভোটের আগেই ৬-৭ জন বিজেপি সাংসদ তৃণমূলে যোগ দেবেন বলে মঙ্গলবার ঘোষণা করেন বাংলার খাদ্যমন্ত্রী। স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মজয়ন্তীতে হাবরায় শোভাযাত্রা থেকে বিস্ফোরক মন্তব্যটি করেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, ‘একটি লোকও ভারতীয় জনতা পার্টিতে থাকবে না। আমি বলছি, ৬ থেকে ৭ জন সাংসদ খুব শিগগিরই তৃণমূলে যোগ দেবে। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে এরা তৃণমূলে চলে আসবে। এবং আমাদের দল থেকে যে কজন বিধায়ক বিজেপিতে গিয়েছিল, সে ক’জনও লাইনে দাঁড়িয়ে রয়েছে। তাঁরাও ইতিমধ্যে বলতে শুরু করেছেন, যে আমাদের একটু জায়গা করে দিন। ভুল হয়েছে, আমরা আবার ফিরে আসতে চাই।’ শুভেন্দু অধিকারী খাদ্যমন্ত্রী বলেন, ‘ ওঁর ভাবনা-চিন্তা নিয়ে আমার ধোঁয়াশা রয়েছে। আগামী চার-পাঁচ মাস পর শুভেন্দু আদৌ বিজেপিতে থাকবেন? হয়তো উনি নিজের আখের গুছিয়ে বিজেপি ছেড়ে দেবেন।’ ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, ‘জ্যোতিপ্রিয় মল্লিকের মাথা খারাপ হয়ে গিয়েছে। উনি যা বলছেন তার উল্টোটা হবে।’ খাদ্যমন্ত্রীর এই বিজেপির সাংসদের দল পরিবর্তনের মন্তব্যে রাজ্য রাজনীতিতে বেশ গুরুতত্বপূর্ণ ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।