তবে এখনই চালু হচ্ছে না টোকেন, স্মার্ট কার্ড নিয়েই চলতে হবে সকলকে
আজ থেকে ফের পুরনো ছন্দে ফিরল মেট্রো। এদিন থেকে ই-পাস ছাড়াই মেট্রোয় যাতায়াত করতে পারবেন যাত্রীরা। তবে ই-পাসের দরকার না থাকলেও যাত্রীদের কাছে কিন্তু স্মার্ট কার্ড থাকা জরুরি। করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে আপাতত এখনও বন্ধ রয়েছে টোকেন। তবে ই-পাস ছাড়াই এদিন থেকে ফের মেট্রোয় যাতায়াত করার সুবিধা পেয়ে খুশি যাত্রীরা। করোনাকালে মেট্রোয় ই-পাস থাকলে তবেই যাতাযাতের সুযোগ পাচ্ছিলেন যাত্রীরা। তবে ই-পাস নিয়ে বহু অভিযোগ ছিল যাত্রীদের একটা বড় অংশের। বিশেষত পুরুষ যাত্রীরা ই-পাস নিয়ে বিরক্ত ছিলেন। কারণ, তাঁদের জন্য দিনে মাত্র ৪ ঘণ্টা মেট্রোয় চড়ার জন্য ই-পাস ইস্যু করা হচ্ছিল। বিষয়টি নিয়ে মেট্রো কর্তৃপক্ষের কাছে গত কয়েকমাসে বারবার বহু অভিযোগ জমা পড়েছে। একের পর এক অভিযোগ পেয়ে অবশেষে এই পদক্ষেপ নিল মেট্রোরেল কর্তৃপক্ষ। করোনা-আতঙ্ক দূরে ঠেলে এখন প্রায় সব কর্মক্ষেত্রেই স্বাভাবিক নিয়মে কাজকর্ম পুরোদমে শুরু হয়েছে। দিন যত এগোচ্ছে দৈনন্দিন কাজকর্মে ততই গতি বাড়ছে। মেট্রোরেলে যাত্রীর সংখ্যাও প্রতিদিন বাড়ছে। যাত্রী চাপের জেরেই এদিন থেকে বেড়েছে ট্রেনের সংখ্যাও। মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে, সোম থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন ২৪০টি করে মেট্রো চলবে। কবি সুভাষ ও দমদম থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। দমদম ও নোয়াপাড়া থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়।