আজ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও এক চিকিত্সকের। আজ দুপুর একটা দশ নাগাদ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান চিকিত্সক যাদব চট্টোপাধ্যায়ের মৃত্যু হল। একমাস আগে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানাটমি বিভাগের হেড অফ দ্যা ডিপার্টমেন্ট বা বিভাগীয় প্রধান যাদব চট্টোপাধ্যায় নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর তিনি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে চিকিত্সাধীন ছিলেন। তবে দিন তিনেক থাকার পরেই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ইএম বাইপাসের পাশে মুকুন্দপুর মেডিকা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর ফুসফুসে সংক্রমণ এতটাই ছড়িয়ে পড়েছিল যে একমো সাপোর্টে রাখা হয়েছিল। শেষ দিন ১৫ তাঁর শারীরিক অবস্থা অনেকটাই আশঙ্কাজনক হয়ে যায়। একমো পদ্ধতি দ্বারা তাঁকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়। একমো হল হার্ট লাং মেশিন, এক্সট্রা কর্পরেল মেমব্রেন অক্সিজেনের মাধ্যমে অতি সংকটজনক ব্যক্তিকে দীর্ঘদিন কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখা হয়। যদিও এতেও শেষ রক্ষা হয় না। তাঁর মৃত্যুতে শোকের আবহ রাজ্যের চিকিত্সক মহলে।