অবশেষে শেষে দেশ জোড়া বিতর্কের কাছে হাড় স্বীকার করে ‘তাণ্ডব’ ওয়েব সিরিজের বেশ কয়েকটি দৃশ্যে পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হল। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এ বিষয়ে বক্তব্য প্রকাশ করেন পরিচালক আলি আব্বাস জাফর। যেখানে তিনি জানান, কোনও ধর্ম, সংস্কৃতিকে ইচ্ছাকৃতভাবে আঘাত করা হয়নি। এই ওয়েব সরিজের মাধ্যমে কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগলে, তার জন্য ক্ষমাপ্রার্থী। তাণ্ডব নিয়ে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেদিকে নজর রেখেই ওয়েব সিরিজের যে বিতর্কিত অংশগুলি রয়েছে, সেখানে পরিবর্তন করা হবে বলে স্পষ্ট জানানো হয়। টিম তাণ্ডবের তরফে যে স্টেটমেন্ট প্রকাশ করা হয় সেখানে আরও জানানো হয়, দেশের মানুষের প্রতি তাঁদের শ্রদ্ধা রয়েছে। কোনওভাবেই তাঁরা কোনও ধর্ম বা মানুষের ভাবাবেগে আঘাত করতে চাননি। সেই কারণেই টিম তাণ্ডবের তরফে নেওয়া হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এ বিষয়ে তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের সঙ্গে কথা বলেই, তাণ্ডবের বেশ কয়েকটি দৃশ্যে বদল আনা হবে বলে জানানো হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রককে ধন্যবাদও জানানো হয় আলির ওই স্টেটমেন্টে।