জেলা

হিম্মত থাকলে মমতার বিরুদ্ধে ভোটে দাঁড়ান, শুভেন্দুর গড়ে গিয়ে ওপেন চ্যালেঞ্জ অভিষেকের

‘তোর বাপকে গিয়ে বল, তোর বাড়ির পাঁচ কিমির মধ্যে দাঁড়িয়ে আছি’: অভিষেক

কাঁথির সভা থেকে শুভেন্দুকে ওপেন চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বললেন, হিম্মত থাকলে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়ান শুভেন্দু অধিকারী। কাঁথির মারিশদা মাঠের সভায় এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন অভিষেক। অভিষেক বলেন, তোর বাপকে গিয়ে বল, তোর বাড়ির পাঁচ কিমির মধ্যে দাঁড়িয়ে আছি। বক্তব্য ছিল উঁচু তারে বাঁধা। মাঠে হাজির জনতার উদ্দেশে বললেন, এমন আওয়াজ তুলুন যাতে ‘‌শান্তিকুঞ্জ’‌ কেঁপে ওঠে। এরই মধ্যে একটি বিতর্কিত মন্তব্য করে বসেন যুব তৃণমূল সুপ্রিমো। নাম না করে শুভেন্দুকে বলেন, ‘‌তোর বাপকে গিয়ে বল বাড়ির ৫ কিলোমিটারের মধ্যে আছি। যা পারে করে নিক।’ দুর্নীতি করে বাঁচার জন্য শুভেন্দু বিজেপিতে গেছেন বলেও অভিযোগ করেন অভিষেক। এখন মেদিনীপুরের মানুষের সঙ্গে বেইমানি করছেন। রাজ্যে ২৫০টিরও বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস, এমনটাই দাবি করেন তিনি। তাঁর আরও অভিযোগ, দল থেকে পর্যবেক্ষক পদ তুলে দেওয়ার জন্যই দল ছেড়েছেন শুভেন্দু। মালদহ মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের পর্যবেক্ষক ছিলেন তিনি। সঙ্গে পূর্ব মেদিনীপুর। সব মিলিয়ে ৫০-‌এরও বেশি বিধানসভা আসন রয়েছে এই ৪ জেলায়। অভিষেকের অভিযোগ, শুভেন্দুর পরিকল্পনা ছিল ভোটের পর জয়ী বিধায়কদের নিয়ে দল বদল করবেন তিনি। এই পরিকল্পনা বুঝে গিয়েই তৃণমূল থেকে পর্যবেক্ষক পদ তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন তৃণমূল যুব সভাপতি। অধিকারী পরিবারের বাড়ি ‘‌শান্তিকুঞ্জ’ ‌থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে এদিন সভা করেন অভিষেক। সেই সভায় শিশির অধিকারী বা দিব্যেন্দু অধিকারীকে ডাকা হয়নি। বরং হাজির ছিলেন অধিকারী পরিবারের বিরোধী বলে পরিচিত অখিল গিরি, সৌমেন মহাপাত্র, মধুরিমা মন্ডল এবং নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক ফিরোজা বিবি সহ অন্যরা। এই সভা থেকে পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনেই তৃণমূলকে জেতানোর টার্গেট বেঁধে দিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, শুভেন্দুর ষড়যন্ত্র কি বুঝতে পেরে গিয়েছিলেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তা না হলে প্রশান্ত কিশোর দলের দায়িত্বে আসার পর থেকেই শুভেন্দু অধিকারী দলের প্রতি বিমুখ কেন? শুভেন্দু অধিকারী বিমুখ হয়েছিলেন তৃণমূলের প্রতিও। অবশেষে তিনি বিজেপিতে যোগ দেন। শনিবার শুভেন্দুর গড়ে দাঁড়িয়েই অভিষেক ফাঁস করলেন বিরাট চক্রান্তের কথা!

https://www.facebook.com/AbhishekBanerjeeOfficial/videos/412791210009491