এ রাজ্যে চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন হয়েছে। বর্তমান সরকারের আমলে। আগে রাজ্যে চিকিৎসা পরিষেবার মান এতটা ভালো ছিল না। এদিন স্পষ্টই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এদিন সকাল সাড়ে ১১টা ৩০মিনিট নাগাদ চিত্তরঞ্জন সেবা সদনে মাদার অ্যান্ড চাইল্ড হাবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘সরস্বতী পুজোর ঠিক আগের দিন চালু হল ‘মাতৃ মা’। এই নিয়ে সারা বাংলায় ১৭টা ‘মাতৃ মা’ তৈরি হল। ৩০৩টি এসএনসিইউ তৈরি হয়েছে। যেখানে অসুস্থ সদ্যোজাতদের ২৮ দিন বয়স পর্যন্ত চিকিৎসা করা হয়। এই রাজ্যে হাসপাতালের মান আগে থেকে অনেক উন্নত হয়েছে। ৪৩টি মাল্টি সুপারস্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। যে কোনও সরকারি হাসপাতাল গেলে মনে হবে বিশ্বের কোনও সেরা হাসপাতালে আছি।’‘মাতৃ মা’ নামে এই নতুন ওয়ার্ডে ১০০টি শয্যা রয়েছে। পাশাপাশি সদ্যোজাতদের জন্য আইসিইউ, সিক নিউবর্ন কেয়ার ইউনিট, হাইব্রিড আইসিইউ–ও রয়েছে এই নতুন বিল্ডিংয়ে। সেখানে দাঁড়িয়েই রাজ্যের স্বাস্থ্য পরিষেবার প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। আমাদের সরকার ৭৫টি করে দিয়েছে। এ ছাড়া আমরা ৩০৩টি বাচ্চাদের ইউনিট তৈরি করেছি। আমাদের সময়ে রাজ্যের সব হাসপাতালগুলোর মান এতটাই উন্নত হয়েছে যে, দেখলে মনে হবে যেন বিদেশের কোনও হাসপাতালে এসেছি।’ মমতা বন্দ্যোপাধ্যায় আরও কিছু পরিসংখ্যান তুলে ধরেন এদিন। বলেন, ‘আমাদের সরকার ৪৩টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছে। রাজ্যের ১০ কোটি মানুষ এখন বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন। ন্যায্য মূল্যের ওষুধের দোকান তৈরি করেছি আমরা। স্বাস্থ্য ব্যবস্থায় দেশের মধ্যে সেরা বাংলা। কোভিডে বাংলা যা করেছে, তা কেউ করতে পারেনি।’