জেলা

ডাল, বেগুন ভাজা আর পনিরের তরকারি দিয়ে মাছ ব্যবসায়ীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ

 নামখানার সভা সেরে অর্চনার ছোট্ট গৃহকোণেই এদিন মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ। মাছ বাজারে রোজ নদী থেকে আনা মাছ বিক্রি করেন সুব্রতবাবু। আর স্থানীয় একটি গেস্ট হাউজে রান্নার কাজ করেন তাঁর স্ত্রী। তাতেই চলে সংসার। নামখানার ইন্দিরা ময়দানের সভা সেরে বেলা ২টো ২০মিনিট নাগাদ বিশ্বাস দম্পতির বাড়িতে আসেন অমিত শাহ। সঙ্গে দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়-সহ অন্য নেতারা। পাড়ার মহিলারা শাঁখ বাজিয়ে স্বাগত জানান তাঁদের। রান্নায় স্বাভাবিক দক্ষতাতেই এদিন ভাত ও রুটির সঙ্গে অর্চনাদেবী রান্না করেছিলেন ডাল, বেগুন ভাজা, পনিরের ডালনা, আমের চাটনি আর পায়েস। এর সঙ্গেই অমিত শাহের পাতে সাজিয়ে দেওয়া হয় দই আর মিষ্টি।