দেশ বিদেশ

গালোয়ান সংঘর্ষের ভিডিও প্রকাশ করল চিন

গালোয়ান সংঘর্ষের ভিডিও প্রকাশ করল চিন। গণফৌজ আগেই স্বীকার করেছে, ওই সঙ্ঘর্ষে ভারতীয় সেনার পাশাপাশি চিনের তরফে ৫ সেনা অফিসার ও জওয়ানের মৃত্যু হয়েছিল। তার পরেই চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের এক বিশেষজ্ঞ শেন শিওয়েই টুইটারে সঙ্ঘর্ষের ভিডিও প্রকাশ করেন। যদিও ভিডিওটি সম্পূর্ণ নেই, কিছুটা অংশ প্রকাশ করা হয়েছে। একটি টুইটে শেন লেখেন, ‘‌চিনের এলাকায় ঢোকার চেষ্টা করছে ভারতীয় সেনা।’‌ তার পরে টুইটেই একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিও-তে দেখা যাচ্ছে, ভারতীয় চিন সেনার যে অফিসারকে ভারতীয় সেনার এক অফিসারের সঙ্গে তর্কাতর্কিতে জড়াতে দেখা গেছে, তাঁকে সাহসিকতার পুরস্কার দেওয়া হয়েছে বলে ওই টুইটে জানান তিনি। সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-তে সম্প্রচারিত একটি ভিডিও-তে দেখা গেছে, নদী পেরিয়ে এসে একে অপরের ওপর চড়াও হচ্ছেন ভারতীয় ও চিন সেনারা। ধাক্কাধাক্কি করছেন নিজেদের মধ্যে। রাতের একটি ছোট্ট ফুটেজে দেখা গেছে, হাতে ফ্ল্যাশলাইট, ব্যাট হাতে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে দু’‌পক্ষের সেনারা। ভিডিও প্রকাশ ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে।