দেশের প্রায় ৪০ হাজার ব্যবসায়ী সংস্থা আগামীকাল ২৬ ফেব্রুয়ারি ভারত বনধের ডাক দিলো। জানা গেছে এই সমস্ত সংস্থার সঙ্গে যুক্ত আছেন দেশের প্রায় ৮ কোটি ব্যবসায়ী। এদের যৌথ মঞ্চ কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডারস আগামী এই বনধের ডাক দিয়েছে। মূলত জিএসটি নিয়ে আপত্তি, পেট্রোল ডিজেলের ক্রমবর্ধমান মূল্যের কারণেই এই বনধের ডাক। ইতিমধ্যেই সংস্থার পক্ষ থেকে গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠিতে জিএসটি-র সাম্প্রতিক কিছু সংযোজন নিয়ে আপত্তি জানানো হয়েছে। সিএআইটি-র পক্ষ থেকে জানানো হয়েছে – আগামীকাল দেশের বিভিন্ন রাজ্যের ১৫০০টি জায়গায় ধর্না দেওয়া হবে। দেশের প্রায় ৪০ হাজার ব্যবসায়ী সংগঠন এই বনধ সমর্থন করছে। জানা গেছে, এই বনধকে সমর্থন করছে অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।