কলকাতা

প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল, জয়জয়কার জেলায়

কলকাতাঃ আজ প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। সেখানে দেখা গেল জেলায় জেলায় জয়জয়কার হয়েছে। আজ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে ফলাফল ঘোষণা করা হয়। ছাত্রী পাশের হার বেড়ে হয়েছে ৮২.‌৮৭ শতাংশ। পূর্ব মেদিনীপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের সৌগত দাস প্রথম হয়েছে। তার প্রাপ্ত নম্বর ৬৯৪। শতাংশের হারে তা হল ৯৯.‌১৪%। এবার মোট মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ১০ লক্ষ ৫০ হাজার ৩৯৭ জন। তার মধ্যে পাশের হার হল ৮৬.‌০৭ শতাংশ। যা পর্ষদের ইতিহাসে সর্বোচ্চ বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গাঙ্গুলী। সেখানে কলকাতা সাফল্যের হারে দ্বিতীয় হলেও প্রথম দশের শেষ পর্যায়ে রয়েছে। সাফল্যের হারে তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর ৯১.‌৭৮ শতাংশ। কিন্তু তারপরও জেলাই সাফল্য ধরে রেখেছে প্রথম থেকে দশম স্থান পর্যন্ত। যুগ্ম দ্বিতীয় হয়েছে শ্রেয়সী পাল এবং দেবস্মিতা সাহা। তাদের প্রাপ্ত নম্বর ৬৯১। যুগ্ম তৃতীয় হয়েছে, রায়গঞ্জের ক্যামেলিয়া রায় এবং নদীয়ার ব্রথীন মণ্ডল। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৯। আলিপুরদুয়ার থেকে চতুর্থ হয়েছে অরিত্র পাল। তার প্রাপ্ত নম্বর ৬৮৭। সাফল্যের হারে প্রথম জেলা হল পূর্ব মেদিনীপুর। এখানে সর্বাধিক ৯৬.‌১০ শতাংশ। পঞ্চম স্থানও ধরে রেখেছে জেলা। এই স্থান দখল করেছে দু’‌জন। হুগলি জেলার সুকল্প দে এবং কান্দির রুমণা সুলতানা। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৬। ষষ্ঠ স্থান ধরে রেখেছে পাঁচটি জেলা। গোঘাটের সোহম দে, রামপুরহাটের সাবর্ণী চ্যাটার্জি, বর্ধমানের সাহিত্যিকা ঘোষ, পশ্চিম মেদিনীপুরের সুপর্ণা সাহু এবং হাওড়ার অঙ্কন চ্যাটার্জি। এদের প্রাপ্ত নম্বর ৬৮৫। সপ্তম স্থান অধিকার করেছে কোচবিহারের গায়ত্রী মোদক, ঘাটালের অণীক চক্রবর্তী এবং নদীয়ার সপ্তর্ষি দত্ত। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৪। অষ্টম স্থান অধিকার করেছে ১১ জন।
একনজরে দেখে নেওয়া যাক মাধ্যমিকের ফলাফলঃ-
প্রথম: সৌগত দাস (মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠ) ৬৯৪
দ্বিতীয়: শ্রেয়সী পাল (ফালাকাটা গার্লস হাইস্কুল), দেবস্মিতা সাহা (ইলাদেবী গার্লস হাইস্কুল) ৬৯১
তৃতীয়: ক্যামেলিয়া রায় (রায়গঞ্জ গার্লস হাইস্কুল), ব্রতীন মণ্ডল (শান্তিপুর মিউনিসিপল হাইস্কুল) ৬৮৯।
চতুর্থ: অরিত্র সাহা (বড়বিশা হাইস্কুল) ৬৮৭।
পঞ্চম: সুকল্প দে (হুগলি কলিজিয়েট স্কুল) এবং রুমনা সুলতানা (কান্দি রাজা মণিন্দ্রচন্দ্র গার্লস হাইস্কুল) ৬৮৬।
ষষ্ঠ: সোহন দে (গোঘাট হাইস্কুল), শাবর্ণ চ্যাটার্জি (রামপুরহাট হাইস্কুল), সাহিত্যিকা ঘোষ (বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুল), সুপর্ণা সাহু (আলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়) এবং অঙ্কন চক্রবর্তী (মহিয়ারি কুণ্ডু চৌধুরি ইনস্টিটিউশন) ৬৮৫।
সপ্তম: গায়ত্রী মোদক (ইলাদেবী গার্লস হাইস্কুল), সপ্তর্ষি দত্ত (দেবী ভবন রবিতীর্থ বিদ্যালয়) অনিক চক্রবর্তী (ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল) ৬৮৪।
অষ্টম: শাহনাজ আলম (শীতলকুচি হাইস্কুল), সায়ন্তন বসাক (গঙ্গারামপুর হাইস্কুল) অর্কপ্রভ সাহানা (বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল), কৌশিক সাঁতরা (বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল), সুদীপ্তা ধবল (বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল), সায়ন্তন দত্ত (বাঁকুড়া জেলা স্কুল), পৃথ্বিশ কর্মকার (রামহরিপুর রামকৃষ্ণ মিশন), দেবলীনা দাস (আরামবাগ গার্লস হাইস্কুল), অয়ন্তিকা মাঝি (বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুল), পুষ্কর ঘোষ (কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন), সেমন্তী চক্রবর্তী (আমতলা নিবেদিতা বালিকা বিদ্যালয়) ৬৮৩।
নবম: জয়েস রায় (শীলবারিহাট হাইস্কুল), অনুষ্কা মহাপাত্র (আশালতা বসু বিদ্যালয়), সৌগত পাণ্ডা (বাঁকুড়া জেলা স্কুল), শুভদীপ কুণ্ডু (রামহরিপুর রামকৃষ্ণ মিশন), প্রবীর সেনগুপ্ত, সৌকর্য বিশ্বাস (বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়), প্রত্যুষ করণ (কাঁথি হাইস্কুল), অরুনিমা ত্রিপাঠি (জ্ঞানদীপ বিদ্যাপীঠ, পূর্ব মেদিনীপুর), অভিনন্দন জানা (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়), ঐকিক মাঝি (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়) ৬৮২।
দশম: সৌধ হাজরা (রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ), সায়নিকা দাস (বারলো গার্লস হাইস্কুল), সঞ্চারী চক্রবর্তী (রায়গঞ্জ গার্লস হাইস্কুল), সখী কুণ্ডু (বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল), রিমা চৌধুরী (বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল), সৌম্যদীপ দত্ত (ধনিয়াখালি মহামায়া বিদ্যামন্দির), অরিত্র মহড়া (সিউড়ি নেতাজী বিদ্যাভবন), সৌম্যদীপ ঘোষ (মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইনস্টিটিউশন), সায়ন্তিকা রায় (রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ হাইস্কুল), শুভদীপ মাঝি (বাঁধগড়া অঞ্চল বিদ্যালয়), সহেলী রায় (রহড়া ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস) এবং দেবমাল্য সাহা (রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম), প্রত্যাশা মজুমদার (বিরাটি বিদ্যালয় ফর গার্লস), অঙ্কিতা কুণ্ডু (হাবড়া কামিনী কুমার গার্লস হাইস্কুল), সোহম দাস (যাদবপুর বিদ্যাপীঠ) ৬৮১।