জেলা

ময়নাগুড়িতে দুটি পথ দুর্ঘটনায় মৃত ২

আজ পরপর দুটি পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ময়নাগুড়িতে। এদিন দুপুরে ময়নাগুড়ি ব্লকের হলহলিয়া সেতু সংলগ্ন এলাকায় একটি ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের। এই ঘটনার প্রতিবাদে ময়নাগুড়ি থেকে জলপাইগুড়িগামী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন হলহলিয়া এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, জাতীয় সড়কে অবৈধ ডাম্পার চলাচল বন্ধ করতে হবে এবং পুলিস প্রশাসনের নজরদারি বাড়াতে হবে।  বাসিন্দাদের অবরোধের জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। জানা গিয়েছে, মৃত যুবকের নাম আনন্দ সরকার(২২)। তাঁর বাড়ি ধূপগুড়ি ব্লকে। ধূপগুড়ি এলাকায় অনুপ রায়ের বাইকে করে তাঁরা ময়নাগুড়ি আসছিলেন। অনুপ রায় জানান, একটি ডাম্পার তাঁদের বাইকে ধাক্কা মারে। সাথে সাথে বাইক থেকে ছিটকে পড়েন আনন্দ সরকার। সেই সময় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় আনন্দের।  মৃতদেহ আটকে রেখে বিক্ষোভে শামিল হন এলাকার বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার আইসি ভূষণ ছেত্রী সহ পুলিস বাহিনী এসে পৌঁছায় ঘটনাস্থলে। বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস। অপরদিকে এদিন সকালে চুড়া ভান্ডার গ্রাম পঞ্চায়েত এলাকার জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় নিহত হন সঞ্জিত সরকার(২৮)। তাঁর বাড়ি ময়নাগুড়ির বাসিলার ডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে, তিনি বাসিলার ডাঙ্গা থেকে টোটোতে চেপে চুড়া ভান্ডার এলাকায় আসছিলেন। রাস্তা পার হতে গিয়ে একটি পিকআপভ্যান তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।