পেট্রোল–ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কসবা বিধানসভা এলাকায় তৃণমূল প্রার্থী জাভেদ খান অভিনব প্রচারে সামিল হলেন। গরুর গাড়ি নিয়ে সটান হাজির একেবারে ভোটদাতাদের দরজায়। শুরু করলেন নির্বাচনী প্রচার। বর্তমান অবস্থা ভোটারদের সামনে তুলে ধরতে এবং এর বিরুদ্ধে তাঁর দল তৃণমূল কীভাবে লড়ছে, তা বুঝিয়ে বলতে।
জাভেদের কথায়, নরেন্দ্র মোদির আমলে দেশ পিছনে হাঁটছে। নতুন কৃষি আইনের জন্য সমস্যায় পড়েছেন কৃষকরা। তেলের দাম বৃদ্ধির জন্য সঙ্কটে পড়েছেন সাধারণ মানুষ। গোটা বিষয়টির প্রতিবাদ জানাতেই প্রতীকী হিসেবে গরুর গাড়ি বেছে নেওয়া হয়েছে। এর আগে স্কুটি চেপে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গেছেন নবান্নে। সাইকেল মিছিল আয়োজন করেছেন শশী পাঁজা। বীরভূমে গরুর গাড়ি নিয়ে মিছিল করেছেন চন্দ্রনাথ সিংহ।


