করোনা রিপোর্ট পজিটিভ আসা সত্ত্বেও শ্যুটিং করতে যান অভিনেত্রী গওহর খান। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন সোমবার এমনই অভিযোগ আনল অভিনেত্রীর বিরুদ্ধে। অভিযোগ, তিনি কোভিড ১৯ এর স্বাস্থ্যবিধি লঙ্ঘণ করেছেন। একটি টুইটের মাধ্যমে বিএমসি জানায় যে, করোনা বিধি লঙ্ঘণ করায় বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে তারা এফআইআর দায়ের করেছে। বিএমসি-র পক্ষ থেকে বলা হচ্ছে, শহরের সুরক্ষার সঙ্গে কোনও আপোশ নয়। করোনাবিধি লঙ্ঘণ করায় অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। প্রত্যেকের জন্যই সমান নিয়ম। সমস্ত নাগরিকদের সেই নিয়মগুলি মেনে চলতে অনুরোধ করছি যাতে ভাইরাসের সঙ্গে লড়াই করা যায়। গওহর খানের করোনা রিপোর্ট পজিটিভ আসার পরে তাঁকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছিল। কিন্তু তিনি সেই পরামর্শ না মেনে বাড়ি থেকে বেরোন শ্যুটিং করতে। জানিয়েছে ওশিওয়ারা পুলিশ। বিএমসি আধিকারিক বলেছেন, “আন্ধেরিতে আমরা যখন ওনার বাড়ি যাই, তিনি দরজা খোলেননি। তারপরই আমরা জানতে পারি যে, তিনি ছবির শ্যুটিং এর জন্য বাড়ি থেকে বেরিয়েছেন। তারপরেও ওশিওয়ারা পুলিশকে জানাই আমরা।”