নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দরজায় কড়া নেড়েছিলেন প্রতিপক্ষ তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সোমবার তিনি অভিযোগ করেছেন, ‘নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যে হলফনামা দাখিল করেছেন, তাতে তথ্য গোপন করেছেন। তাঁর বিরুদ্ধে ছয়টি মামলার কথা চেপে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’ যদিও শুভেন্দুর অভিযোগকে গুরুত্বই দিতে রাজি হননি তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। কটাক্ষের সুরে তিনি পাল্টা বলেছেন, ‘হার তো বটেই, জামানত বাজেয়াপ্ত নিশ্চিত বুঝতে পেরেই এই সব খেলা শুরু করেছেন শুভেন্দু। তাতে কোনও লাভ হবে না।’ সেই প্রসঙ্গেই এদিন সিবিআই জানিয়ে দিয়েছে, যে মামলাটি ( Case No: RC 01020008A0023/2008) মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ রয়েছেন তিনি এক কেন্দ্রীয় সরকারী কর্মীর স্ত্রী, আসানসোলের বাসিন্দা। তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনও মামলা নেই।