প্রচারে আসছেন এনসিপি নেতা শারদ পাওয়ার। তাঁর সঙ্গে থাকবেন কন্যা সুপ্রিয়া সুলেও। সূত্রের খবর আগামী ১ এপ্রিল রাজ্যে পা রাখবেন শারদ পাওয়ার। থাকবেন ৩ এপ্রিল পর্যন্ত। এই ৭২ ঘন্টার বেশির ভাগটাই মমতা ব্যানার্জির প্রচারে সময় দেবেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। মমতার জনসভায় অথবা রাস্তায় পা মেলাতে দেখা যেতে পারে তাঁকে।
দিন কয়েক আগেই শারদ পাওয়ার বলেছিলেন, মমতাই আবার ক্ষমতায় আসছেন। অবশ্য শুধু শারদ পাওয়ারই নন, নির্বাচনী প্রক্রিয়া শুরু হতে না হতেই মমতা ব্যানার্জি বহু জাতীয় স্তরের নেতার সমর্থন পেয়েছেন। প্রথমে বামেদের সঙ্গে আসন সমঝোতার কথা থাকলেও শেষমেশ মমতাকে সমর্থন জানিয়েছেন লালুপুত্র তেজস্বী যাদব। এর পাশাপাশি মমতা পাশে পেয়েছেন অখিলেশ যাদবকেও।শারদ পাওয়ারের মতো রাজনৈতিক ব্যক্তিত্বকে পাশে পাওয়া অ্যাডভান্টেজ বলেই মনে করছে তৃণমূল। এদিকে শারদ পাওয়ার মমতার প্রচারে আসতে চলেছেন, এমন খবর বাজারে চাউর হওয়ার পরই সক্রিয় হয়ে ওঠে কংগ্রেস। বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য শারদ পাওয়ারকে ই-মেলে চিঠি লিখে মমতা ব্যানার্জির প্রচারে না আসতে অনুরোধ করেন। তাঁর যুক্তি বিহার এবং মহারাষ্ট্রে কংগ্রেস আরজেডি-এনসিপির মতো দলগুলির সঙ্গে জোটে রয়েছে। শারদ পাওয়ারের অবস্থানের কারণেই ভুল বার্তা যেতে পারে শরিক দলগুলির মধ্যে। যদিও তাতে পাওয়ারকে আটকানো যাবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল।