‘কিছু শুভানুধ্যায়ীদের কাছ থেকে লোন নিয়ে আমি এই টাকা ফেরত দিলাম’
আজ ইডিকে সারদার টাকা ফেরত দিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। কুণাল ঘোষ আগেই জানিয়ে ছিলেন চিটফান্ড সংস্থা সারদার কাছ থেকে পাওয়া সমস্ত টাকাই ফেরত দিতে চান তিনি। আজ ইডি দফতরে আসেন তিনি। প্রায় ১ ঘন্টা পর বেরিয়েকুনাল ঘোষ জানান, বিজ্ঞাপন সহ ২কোটি ৬৭ লক্ষ টাকা ফেরত দিয়েছেন তিনি। ড্রাফট, জীবন বীমার কাগজপত্র এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের মাধ্যমে সমস্ত টাকা তিনি ফেরত দিয়েছেন। বিজ্ঞাপন সহ ২ কোটি ৬৭ লক্ষ টাকা ইডিকে দেওয়ার কথা জানিয়েছেন সাংবাদিক কুনাল ঘোষ। তিনি বুধবার জানিয়েছেন, “ সারদা থেকে পাওয়া বেতন এবং বিজ্ঞাপন এবং বিভিন্ন স্পন্সরশিপ বা ২-১টি কাজে বিজ্ঞাপন নেওয়া হয়েছে। আমি চেষ্টা করছিলাম সেই পুরো টাকাটাই যেন ফেরত দেওয়া যায়। বিজ্ঞাপনের সঙ্গে সরাসরি নিজস্ব আর সম্পর্ক নেই। সারা পৃথিবী বিজ্ঞাপন নিয়েছে কিন্তু আমি এই নজিরটা রাখতে চাইছিলাম যদি আমি সারদার পয়সা ফেরত দিই তাহলে আমি বিজ্ঞাপন সহ ফেরত দেব। সারদা আমার জীবনে আসার আগে সারদার পয়সা আমার লাগেনি, সারদার পরেও আমার সারদার পয়সা লাগবে না। ২০১৩ সালে কোম্পানির যখন টালমাটাল অবস্থা তখন আমি প্রথম ব্যক্তি যে ৫০ লক্ষ টাকা দিয়েছিলাম যাতে মিডিয়াটাকে বাঁচানো যায়। বাঁচানো যায়নি। এরপর ১৭ সালে একটা প্রেয়ার দিয়েছিলাম যে আমি এটা ফেরত দিতে চাই কিন্তু আমাকে ট্যাক্স গুলো বাদ দিতে হবে এবং আমি বিজ্ঞাপন সহ ফেরত দেব। কিছু শুভানুধ্যায়ীদের কাছ থেকে লোন নিয়ে বেতন ও বিজ্ঞাপন সহ ২ কোটি ৬৭ লক্ষ টাকা আমার তরফ থেকে ভলেন্টারিলি ইডিকে দেওয়ার কথা জানিয়েছি। তাদের প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলেছি। আমার জীবন বীমার কাগজ দিয়ে আমি বলেছি এটা আপনারা নিয়ে নিন । ২-৪টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও টাকা নিতে বলেছি।”