লোকসভার ফলাফল ঘোষণার পর অনেকেই অনেকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় বাঙালী অর্থনীতিবিদ ও দার্শনিক অমর্ত্য সেন বললেন অন্য কথা। যা নিয়ে চলছে সমালোচনার ঝড়। এক ব্রিটিশ সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অমর্ত্য সেন মোদির বিরুদ্ধে মন্তব্য করেন।তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোটেই সুশাসক নন। মোদির সরকার দেশকে অনেক পিছিয়ে দেবে। দেশে দুর্নীতি বেড়ে যাবে। মোদি আপাদমস্তক দুর্নীতিবাজ নেতা। তাই মোদিকে কিভাবে ভারতের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে, সেটা তাঁর মাথায় কোনোভাবেই আসছে না। মোদির শপথ গ্রহণ দেখার থেকে কার্টুন দেখা ভালো’।