মালদা

৭ লক্ষ টাকার জাল নোটসহ গ্রেপ্তার এক

হক জাফর ইমাম, মালদাঃ আসন্ন লোকসভা নির্বাচনে কিছুদিন থমকে থাকার পর আবার জাল নোটসহ গ্রেপ্তার একজন। রবিবার সকাল দশটা নাগাদ মালদা মানিকচকের এনায়েতপুর বাস স্ট্যান্ড থেকে সাত লক্ষ টাকার জালনোট সহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। জালনোট গুলির মধ্যে প্রতিটি ২০০০ টাকার নোট ছিল। ধৃতের সঙ্গে আরও একজন ছিল তবে সে বাইক চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম দিলওয়ার হোসেন। তার বাড়ি মালদা কালিয়াচক থানার চোরিঅনন্তপুর গ্রাম পঞ্চায়েতের পীর পাড়া এলাকায়। ধৃতকে জেরা করে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই জালনোট মালদা মানিকচক ঘাট হয়ে ঝাড়খন্ডে পাচার করা হত। দ্রুত এই পথে আরও দু-তিন বার জালনোট পাচার করেছে বলে পুলিশের দাবি। ধৃতকে সোমবার মালদা জেলা আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেবে পুলিশ। গোপন সূত্রে পুলিশ জানতে পারে যে এদিন সকালে মানিকচক ঘাট দিয়ে জাল নোট পাচার হতে পারে। সেইমতো ধরমপুর, এনায়েতপুর, মানিকচক বাস স্ট্যান্ড ও মানিকচক গঙ্গা ঘাটে সকাল থেকেই ওত পেতে বসে ছিল পুলিশ। সকাল দশটা নাগাদ বাইকে করে দুজন সন্দেহভাজনকে মালদার দিক থেকে মানিকচকের দিকে আসতে দেখে পুলিশ। এনায়েতপুর বাসস্ট্যান্ডে পুলিশ তাদের তাড়াতে বললে ওই দুজন বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। বাইকের পেছনে বসে থাকা দিলওআরকে পুলিশ ধরতে পারলেও ওই বাইক চালক জোড়ে বাইক চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। তদন্তের স্বার্থে পলাতক ওই ব্যক্তির নাম পুলিশ জানাতে চাইছে না। এদিকে দিলওয়ার এর হাতে ধরে থাকা ব্যাগ থেকে ৭ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। প্রতিটি নটি ছিল দুই হাজার টাকার। এবং জালনোট গুলি খুবই উন্নতমানের। পুলিশ জানিয়েছে ধৃতরা চরিঅনন্তপুর থেকেই বাইকে করে অমৃতি হয়ে মানিকচক গঙ্গা ঘাটের দিকে আসছিল। জালনোটগুলি গঙ্গা পার করে ঝাড়খণ্ডে পাচার করা হত। পুলিশ ধৃতকে জেরা করে ওই নোট কার থেকে সংগ্রহ করা হয়েছে বা কার কাছে জমা করা হত তা জানার চেষ্টা করা হচ্ছে। পুলিশ সুপার অজয় প্রসাদ বলেন, ৭ লক্ষ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে।একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।