কলকাতা

দোলের দিনেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

দিন দিন বাড়ছে তাপমাত্রার পারদ। এই অবস্থায় স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দোলের দিনেই বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির মুখ দেখতে পারে রাজ্য। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, প্রথম দফা ভোটের উত্তাপ মিটতেই সেই সমস্ত এলাকায় স্বস্তি আনবে ঝড়বৃষ্টি। তবে কেবল ২৮ ২৯ মার্চও বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি হতে পারে। সবমিলিয়ে প্রথম দফা নির্বাচনের পর রাজ্যে খরতাপের পারদ কিছুটা হলেও কমিয়ে স্বস্তি দেবে মরশুমের প্রথম বৃষ্টি। ২৮ তারিখে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ায়। পরের দিন অর্থাত্‍ ২৯ তারিখে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোরো হাওয়া। অন্যদিকে আজ শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপামাত্রা রয়েছে ২৫.১ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ৮২ শতাংশ।