বিদেশ

পাঞ্জাব প্রদেশের 'গুরু নানক প্যালেস' গুঁড়িয়ে দিল পাকিস্তান

২৪ ঘণ্টাও পার হয়নি, পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের নব্য নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন এবং আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। তারই মধ্যে প্রকাশ্যে এলো এই ঘটনা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুঁড়িয়ে দেওয়া হল গুরু নানক প্রাসাদের একটি অংশ। শতাব্দী প্রাচীন এই প্রাসাদেই এক সময় থাকতেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক। লাহোর থেকে একশো কিলোমিটার দূরে নরওয়াল শহরের একটি গ্রামে রয়েছে এই প্রাসাদটি। মোট ১৬টি ঘর রয়েছে তাতে। পাকিস্তানের একটি সংবাদ পত্রে প্রকাশিত খবর থেকেই জানা গিয়েছে।