জেলা

নন্দীগ্রামে দিদিকে হারালেই গোটা রাজ্যে পরিবর্তন আসবে, বড় ব্যবধানে জিতবে শুভেন্দু, দাবি অমিত শাহের

শেষ বেলার প্রচারে নন্দীগ্রামই এখন পাখির চোখ সব পক্ষের কাছে। আজ মঙ্গলবার সকাল থেকে প্রচারের ঝড় তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অমিত শাহ। আক্রমণ পালটা আক্রমণে বাড়ছে প্রচারের উত্তাপ। কারণ নন্দীগ্রাম সবার কাছেই প্রেস্টিজ ফাইট। সেই নন্দীগ্রামের মাটি থেকে কোনও রকম রাখঢাক না করে সে কথাই বুঝিয়ে দিলেন অমিত শাহ। শুভেন্দুকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে শাহ বলেন, ‘নন্দীগ্রামে পরিবর্তন হলেই বাংলায় পরিবর্তন আসবে।’ নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রোড শো করেন শাহ। তার পর রোয়াপাড়া শিবমন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাংবাদিক বৈঠক থেকে প্রত্যাশামতোই প্রধান

সাংবাদিক বৈঠকে অমিত শাহ

প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন অমিত শাহ। নারী সুরক্ষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বারাবরের দাবিকে কটাক্ষ করেন তিনি বলেন, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত। আর যে বাড়িতে মমতা দিদি রয়েছেন তার পাঁচ কিলোমিটারের মধ্যেই এক মহিলা ধর্ষণের শিকার হলেন। তাই এই পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন। বাংলায় পরিবর্তন চাই। আর নন্দীগ্রামে দিদিকে হারালেই গোটা বাংলায় পরিবর্তন আসবে। নিমতায় বিজেপি সমর্থকের মায়ের মৃত্যুর ঘটনাও উল্লেখ করেন শাহ।আমিত শাহ সরাসরি দাবি করেন, নন্দীগ্রামে শুভেন্দুই জিতছেন এ বিষয়ে তিনি নিশ্চিত। তবে শুভেন্দুকে নন্দীগ্রামে বিরাট ব্যবধানে জেতাতে হবে। যাতে মা-মাটি-মানুষের নামে বাংলাবাসীকে যে লাঞ্ছনা ভোগ করতে হয়েছে তার জবাব দেওয়া যায়। শুধু প্রতিপক্ষকে আক্রমণ করাই নয়, বাংলা নিয়ে বিজেপির পরিকল্পনার কথাও ছুঁয়ে যান শাহ। তাঁর দাবি বাংলার মানুষ চান শিল্প, বাংলার মানুষ চান কলকাতা হোক বিশ্বমানের একটি শহর।