২৪ ঘন্টা আগেই দিয়েছিলেন লিখিত বার্তা। আর এবারে দিলেন অডিও বার্তা। সুর মোটামুটি একই। তৃণমূলের স্বৈরতান্ত্রিক নৈরাজ্য ও বিজেপির আগ্রাসন রুখতে ধর্মনিরপেক্ষ সরকার গড়ার ডাক দিয়েছেন তিনি। সঙ্গে ফের ফিরিয়ে এনেছেন সেই শ্লোগানকেই দশক আগে যে শ্লোগানকে সামনে রেখে তাঁর নেতৃত্বেই বামেরা বাংলার বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল, ‘কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যত’। এবারেও নিজের অডিও বার্তায় এই শ্লোগানকেই তুলে ধরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার উজ্জ্বল ভবিষ্যত্ গঠনের আহ্বান জানিয়েছেন। এগিয়ে আসতে বলেছেন বাংলার তরুণ প্রজন্মকে। বামফ্রন্টের তরফে এদিন একটি অডিও বার্তা প্রকাশ করা হল। সেই অডিও বার্তায় বুদ্ধদেব ভট্টাচার্য একদিকে যেমন আক্রমণ শানিয়েছেন তৃণমূলকে তেমনি ছেড়ে কথা বলেননি বিজেপিকেও। বলেছেন, ‘কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যত্। বাম আমলে এই দুই ক্ষেত্রেই উন্নতি হয়েছিল। কিন্তু তৃণমূলের জমানায় এক ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়েছে। যেখানে শুধুই বিপর্যয় আর হতাশা। কৃষিজাত দ্রব্যের মূল্যবৃদ্ধি হয়েছে আর শিল্পায়ন স্তব্ধ। গত ১০ বছরে উল্লেখযোগ্য একটি শিল্পও আসেনি রাজ্যে। নন্দীগ্রাম ও সিঙ্গুরে এখন শ্মশানের নীরবতা। শিক্ষায় নৈরাজ্য, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। নাগরিক জীবনের চাহিদা অবহেলিত। সামাজিক জীবনে গণতন্ত্র আক্রান্ত। স্বৈরাচারী শাসকদল, তাদের কর্মীবাহিনী ও সমাজবিরোধীরা একজোট হয়েছে। মহিলাদের নিরাপত্তা ভয়ংকরভাবে বিঘ্নিত। যুব সমাজ, দেশের ভবিষ্যত্ আজ আশাহীন, উদ্যোগহীন। এখন রাজ্য ছাড়ছে অনেক যুবক। অন্য জায়গায় গিয়ে চাকরির সন্ধান করে বাঁচার চেষ্টা করছে।’
https://www.facebook.com/220653521461677/videos/481306609665399