কলকাতা

আজ বিকেলে বঙ্গে আসছে প্রাক-বর্ষার বৃষ্টি

তীব্র গরম থেকে স্বস্তি দিতে আজ বিকেলেই আসছে প্রাক-বর্ষার বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার সন্ধেবেলা ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। সেই সঙ্গে বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বিকেলে এই কালবৈশাখীর হাত ধরেই বঙ্গে ঢুকবে প্রাক-বর্ষা বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর দ্বিতীয় শাখাটি আন্দামান ঢুকে পড়েছে। আবহাওয়া দপ্তরের হিসেব অনুযায়ী প্রায় জুনের মাঝামাঝি সময়ে পশ্চিমবঙ্গে বর্ষা আসতে পারে।