দেশ

মাঝ আকাশে নিখোঁজ বায়ুসেনার এএন-৩২ বিমান

আজ দুপুরে অসমের জোড়হাটের এয়ারবেস থেকে ওড়ার পর থেকেই নিখোঁজ ভারতীয় বায়ুসেনার বিমান। দুপুর ১২.২৫ নাগাদ জোড়হাট থেকে উড়েছিল এএন-৩২ বিমানটি। ওই বিমানে সব মিলিয়ে ছিলেন ১৩ জন। যাঁদের মধ্যে আটজন ছিলেন ক্রু মেম্বার এবং ৫জন যাত্রী। এই বিমানটি নামার কথা ছিল অরুণাচল প্রদেশের মেচুকা বিমানঘাঁটিতে। দেখা গিয়েছে বিমানটির সঙ্গে শেষ সংযোগ হয়েছিল বেলা ১ টা নাগাদ। মেচুকা বিমানঘাঁটিতে বিমান না পৌঁছনোয় তল্লাশি অভিযানে নেমে পড়ে ভারতীয় বিমান বাহিনী। নিখোঁজ বিমানটিকে খুঁজে বের করতে সবরকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিষ্কারভাবে বলতে গেলে, সুখোই ৩০ যুদ্ধবিমান এবং সি-১৩০ বিমানকে নামানো হয়েছে এএন-৩২ বিমানকে খুঁজে বের করতে।
ফাইল চিত্র।