হক জাফর ইমাম, মালদাঃ জামাইবাবুকে দুস্কৃতিদের হাত থেকে বাঁচাতে গিয়ে ছুরিকাহত হয়ে আক্রান্ত শ্যালক। ব্যবসার টাকা ধার নেওয়াকে কেন্দ্র করেই এই গোলমালে সূত্রপাত বলেই পুলিশকে জানিয়েছে আক্রান্তের পরিবার। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার সুকান্তপল্লী এলাকায় । ছুরির আঘাতে গুরুতর জখম শ্যালক বিশু মণ্ডলকে (২৮) ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে । এই ঘটনায় হামলাকারী চঞ্চল মণ্ডলের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের জামাইবাবু রাম মন্ডল । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।পুলিশকে অভিযোগে আক্রান্ত বিশু মণ্ডল জানিয়েছেন, এদিন সকালে পাশের বাড়িতে জামাইবাবুকে গালাগালি করছিল প্রতিবেশী দুষ্কৃতী চঞ্চল মন্ডল। অভিযুক্ত চঞ্চল মন্ডল আমার জামাইয়ের কাছ থেকে কয়েক হাজার টাকা ধার নিয়েছিল। সেই টাকা দিচ্ছিল না । এনিয়ে চঞ্চলকে অনেকবার বলা হয়েছিল। আর তারই বদলা হিসাবে এদিন সকালে চাকু নিয়ে জামাইকে খুন করতে আসে অভিযুক্ত চঞ্চল মন্ডল । ঘটনাটি জানতে পেরেই প্রতিবাদে সরব হয় এবং জামাইবাবুর বাড়িতে ছুটে যায়। বাড়ির মধ্যে ঢুকে জামাই রাম মণ্ডলকে হামলা চালানোর চেষ্টা চালায় অভিযুক্ত চঞ্চল মন্ডল । এতেই প্রতিবাদে সরব হয় এবং জামাইকে বাঁচানোর চেষ্টা করি। তখনই অভিযুক্ত চঞ্চল মন্ডল আমার উপর ছুরি নিয়ে হামলা চালায় । গালে এবং মুখের এক পাশে ছুরি দিয়ে ব্যাপক ভাবে আঘাত করে। সেই সময় আমার চিৎকারে পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত চঞ্চল মন্ডল এলাকা থেকে পালিয়ে যায়। পুরো বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।
ইংরেজবাজার থানার আইসি শান্তনু মিত্র জানিয়েছেন, দুই প্রতিবেশীর মধ্যে টাকাপয়সা লেনদেনকে কেন্দ্র করে গোলমালের ঘটনা ঘটেছে। সেই গোলমাল জেরে একজন ছুরিবিদ্ধ হয়েছেন। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। অভিযুক্ত চঞ্চল মন্ডল পলাতক। তার খোঁজ চালানো হচ্ছে।