আগেই ১৪টি ট্রেন বাতিল করার পর ভারতীয় রেল। এবার আরও ১৬টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে । তবে ৬মে ২০২১ পর্যন্ত নির্দিষ্ট সময়ে চলবে ট্রেন । পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, এই সমস্ত ট্রেন ৭ মে থেকে অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে । এক শীর্ষ আধিকারিক জানিয়েছে, করোনা কালে পূর্ব রেলওয়ে এই ট্রেনগুলি চালালেও এখানে অনেক কম সংখ্যক যাত্রী যাতায়াত করেছে । করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে যাত্রী সংখ্যা অনেকটাই কম হয়ে গিয়েছে । ফলে আপাতত ট্রেনগুলি বাতিল করা হয়েছে । রেলের তরফে জানানো হয়েছে, এতগুলি ট্রেন বাতিল হওয়ায় সমস্ত রিসোর্স মালগাড়ি পরিচালনায় ব্যবহার করা হবে । দেখে নিন এক নজরে কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে-
🔴 ৭ মে থেকে হাওড়া থেকে দুর্গাপুর, ধানবাদ, বোকারো স্টিল সিটি হয়ে রাঁচিগামী 02019 ও 02020 হাওড়া রাঁচি স্পেশ্যাল এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে ।
🔴 03027 ও 03028 নম্বর হাওড়া আজিমগঞ্জ স্পেশ্যাল এক্সপ্রেস বাতিল করা হয়েছে ।
🔴 03047, 03048 নম্বর হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস ও 03117 ও 03118 কলকাতা-লালগোলা এক্সপ্রেস আগামী নির্দেশ পর্যন্ত বাতিল করা হয়েছে ।
🔴 হলদিয়া থেকে আসানসোলের মধ্যে চলা স্পেশ্যাল ট্রেন 03502 ও 03501 বাতিল করা হয়েছে । এই ট্রেনটি পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল ও উপকূলবর্তী শহরকে যুক্ত করে ।
🔴 শিয়ালদহ থেকে রামপুরহাটের মধ্যে চলাচল করা স্পেশ্যাল ট্রেন 03187 ও 03188 বাতিল করে দেওয়া হয়েছে । এই সমস্ত ট্রেন ৭ মে ২০২১ থেকে বাতিল করে দেওয়া হয়েছে । আগামী নির্দেশ আসা পর্যন্ত ট্রেনগুলি বাতিল থাকবে ।