মালদা, হক জাফর ইমামঃ স্টুডেন্ট অলিম্পিকে “তাইকন্ডে” জোরা সোনা পেলো মালদার শহরের দুই বোন কৌশিকী অঙ্কুরিমা। গত ৭ ৮ ৯ জুন পাঞ্জাবে অনুষ্ঠিত হয় এই স্টুডেন্ট অলিম্পিক । এই অলিম্পিকে “তাইকন্ড” জুনিয়র বিভাগে জোরা সোনা পেয়ে চমক দেয় মালদার শহরের দুই বোন কৌশিকী অঙ্কুরিমা ।এই শহরের তাইকন্ড ক্যম্প অফ ব্যঙ্গল এরিয়া কোচিং সেন্টারের কোচ মাস্টার রামাশিষ দাসের হাত ধরে ই দুই বোন কৌশিকী বোস ও অঙ্কুরিমা বোসের সোনা জয় । মালদা শহরের ব্যবসায়ী কুনাল বোস ও পৌলমী বোসের মেয়ে কৌশিকী ওঅঙ্কুরিমা ।অঙ্কুরিমা হলিচাইল্ড স্কুলে নবম শ্রেণীতে পড়ে অন্যদিকে বড় মেয়ে কৌশিকী বোস উষা মার্টিনে একাদশ শ্রেণীর ছাত্রী ।এবছর স্টুডেন্ট অলিম্পিকে কৌশিকী বোস অনুর্ধ ১৭ বছর ৫১ থেকে ৫৫ কেজি সোনা পায় । এবং হোলিচাইল্ডের নবম শ্রেণীর ছাত্রী অঙ্কুরিমা অনুর্ধ ১৪ বছর ৪৫ থেকে ৫০ কেজি বিভাগে সোনা জেতে । গত ৭ জুন পঞ্জাবে লাভালি প্রফেশনাল ইউনিভার্সিটির মাঠে এই খেলার শুডরাম্ভ হয় ।চলে ৯ জুন প্রর্যন্ত । গোটা ভরত মোটবর্ষে ৫০০ খেলোয়াড় অংশগ্রহণ করে । এর মধ্যে পশ্চিমবঙ্গের ১২ জন অংশগ্রহণ করে । এই বারো জনের মধ্যে তাইকন্ডে রাজ্যের প্রতিনিধি ছিলো দুই জন । এই দজনই মালদার দুই বোন ।
প্রথম থেকেই দুই বোনকে বাবা মা মালদা শহরের রামাশিষ দাসের তত্ত্বাবধানে ভর্তি করে দেন । ইতিমধ্যে একাধিক পুরস্কার পায় ।তাইকন্ড ক্যম্প অফ বেঙ্গল এরিয়া কোচিং সেন্টারের রামাশিষ দাস জানান “এই প্রথম মালদার কোন মেয়ে অলিম্পিক স্তরের কোন রকম খেলায় সোনা পেলো । এটা গোটা মালদা জেলার সম্মান বৃদ্ধি করলো । ওরা পাঞ্জাব থেকে ফিরে এলে ওদের সংবর্ধনা ও পুরস্কৃত করা হবে ।ওরা দুজন ৮/১০ বছর থেকে আমার কাছে প্রশিক্ষণ নেয়। এর আগেও এই দুই বোন একাধিক বার জাতীয় ও রাজ্য স্তরে পুরস্কার পেয়েছে।