মালদা

পিএইচ -র পাইপ লাইন ফেটে বিপত্তি, বন্ধ পানীয় জল সরবরাহ

মালদা, হক জাফর ইমামঃ পিএইচ -র পাইপ লাইন ফেটে বিপত্তি গত ২দিন ধরে পানীয় জল সরবরাহ বন্ধ। জোড়গাছির কাছে ( চৌরঙ্গী মোড়ের কাছে ) পিএইচ -র পাইপ লাইন ফেটে গিয়েছে । গত ২দিন ধরে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে মালদহের গাজোল ব্লকের আলাল পঞ্চায়েতের আলাল, পাবনা পাড়া ,বের ও বাইশবিঘি এলাকায়। দেখা দিয়েছে পানীয় জলের তীব্র হাহাকার । পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে দফায় দফায় লোডশেডিং । প্রচণ্ড গরমে বাসিন্দাদের নাজেহাল অবস্থা। এলাকার বাসিন্দাদের অভিযোগ , জোড়গাছির কাছে পি এইচ ই -র পাইপলাইন ফেটে গিয়েছে। রবিবার সকাল থেকে পানীয় জল পাচ্ছিনা । পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং । সারাদিনে কতবার যে কারেন্ট যায় তার ঠিক ঠিকানা নেই । ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না। কোন সময় মাঝরাতে । আবার কোন সময় ভোরবেলায়ও লোডশেডিং । প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা । পি এইচ ই দফতরের সূত্র থেকে জানা গিয়েছে , পাইপ লাইন মেরামতির কাজ শুরু করা হয়েছে । সমস্যা দ্রুত মেটাতে চেষ্টা চলছে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের এক আধিকারিক বলেন, সমস্যা দ্রুত মেটানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে । পাইপ লাইন মেরামতির কাজ শুরু হয়েছে । আশা করছি আজকে সন্ধ্যার মধ্যেই মানুষ পানীয় জল পাবেন।