মালদা

রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ ক্ষুব্ধ গ্রামবাসীদের

মালদা, হক জাফর ইমামঃ রাস্তা মেরামতির দাবিতে রাস্তায় জল ফেলে পথ অবরোধ ক্ষুব্ধ বাসিন্দাদের৷ অবরোধের জেরে পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েত সংলগ্ন পোপরা-রানীগঞ্জ সড়কে যানজটের সৃষ্টি হয়৷ ঘটনাস্থলে মালদা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে ভাবুক গ্রামপঞ্চায়েতের মহিষবাথান গ্রাম সংলগ্ন পোপরা-রানীগঞ্জ সড়ক৷ সামান্য বৃষ্টিতে জল জমে গিয়েছে রাস্তায়৷ দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা এই রাস্তা মেরামতির দাবি করছিলেন৷ রাস্তার অনুমোদন মিললেও ঠিকাদার সংস্থার বেপরোয়ায় রাস্তার কাজ শুরু কিন্তু বর্ষা নামতেই মহিষবাথান এলাকায় হাটু জলে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে নিত্যযাত্রী থেকে শুরু করে ছোট থেকে বড় গাড়ি। তাই বাধ্য হয়েই আজ স্থানীয় বাসিন্দারা অভিনব কায়দায় পথ অবরোধ করে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ৷ মালদা থানার পুলিশ ওই ঠিকাদার সংস্থার কর্তৃপক্ষকে ঘটনাস্থলে ডেকে গ্রামবাসীদের সঙ্গে কথা বলান৷ দীর্ঘ দেড় ঘণ্টা পরে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা৷ জানা গেছে ওই ঠিকাদার সংস্থার কর্মী অবরোধকারীদের প্রতিশ্রুতি দিয়েছেন যে চার দিনের মধ্যে ওই খানাখন্দ গর্ত গুলো ভরাট করে জল পরিষ্কার করে দিবে এবং খুব দ্রুতই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।