কলকাতা

শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার ৪৩ মন্ত্রীর

৬ মিনিটে একযোগে মন্ত্রিসভার শপথপাঠ রাজভবনে

১০ টা ৪৫ থেকে শপথ নেবেন  তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রিসভা। গতবারের পূর্ণমন্ত্রীরা মোটামুটি একই থাকছেন। তবে এবার মন্ত্রি সভায় রয়েছে বেশ কিছু নতুন মুখ। তালিকায় পূর্ণমন্ত্রী ২৪ ও প্রতিমন্ত্রী ১৯ রয়েছেন। এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ১০ জন। সবমিলিয়ে ৪৩ জন শপথ নিলেন। করোনা আক্রান্ত হওয়ায় বাড়িতে বসেও শপথ নিলেন ব্রাত্য বসু ও রথীন ঘোষ। অন্য দিকে শারীরিক অসুস্থতার কারণে ভার্চুয়ারি শপথ নিলেন অমিত মিত্রও। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  করোনা বিধি মেনে শপথ সারা হল অতি সংক্ষেপে কোনও জাঁকজমক ছাড়া। কোনও অতিথি সমাগমও এদিন হয়নি রাজভবনে। শপথের পরে জাতীয় সঙ্গীতে শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হল। এ দিন মাত্র ৬ মিনিটে অনুষ্ঠান সারা হয়। অনুষ্ঠান শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল ধনখড় বেশ কিছুক্ষণ কথা বলেন নিজেদের মধ্যে।মন্ত্রিসভার শপথ গ্রহণের পর সোমবার দুপুরে প্রথম ক্যাবিনেট বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকের পরই মন্ত্রীদের দফতর বন্টন করা হবে বলে জানা গিয়েছে।