দিল্লির কৃষক বিক্ষোভে যোগ দিতে যাওয়ার পথে গণধর্ষণ করা হয়েছে বাঙালি সমাজকর্মীকে। পরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এমনই অভিযোগ দায়ের করা হয়েছে হরিয়ানার বাহাদুরগড় থানায়। চারজন অভিযুক্তর বিরুদ্ধে এফআইআর করেছেন তরুণীর বাবা। যার মধ্যে কিষাণ সোশ্যাল আর্মির দুই সদস্য অনুপ এবং অনিল মালিকের নাম রয়েছে। অভিযোগ, টিকরি সীমান্তে কৃষকদের বিক্ষোভে যোগ দিতে যাচ্ছিলেন ২৬ বছরের তরুণী। তাঁর সঙ্গেই ছিলেন চার অভিযুক্ত। সীমান্তের ঠিক আগেই তরুণীকে গণধর্ষণ করা হয়। তাঁর কিছুদিন পরই বাঙালি সমাজকর্মীর জ্বর আসে। করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। দিল্লির শিবম হাসপাতালে ভর্তি করা হয়েছিল তরুণীকে। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। ৩০ এপ্রিল সেখানেই মৃত্যু হয় তরুণীর। তার বেশ কিছুদিন পরে বাহাদুরগড় থানায় অভিযোগ দায়ের করেন তরুণীর বাবা।