জেলা

এবার বিজেপি সাংসদ অর্জুন সিংকে নোটিস দিল সিআইডি

এবার বিজেপি সাংসদ অর্জুন সিংকে নোটিস দিল সিআইডি। ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন নিজের আত্মীয়ের একটি সংস্থাকে অন্যায্যভাবে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। আগামী মঙ্গলবার ভবানী ভবনে তাঁকে আসতে বলা হয়েছে। বৃহস্পতিবার রাতে নোটিস নিয়ে অর্জুনের বাড়িতে যখন সিআইডি গোয়েন্দারা যান তখন অর্জুন বা তাঁর বাড়ির অন্য সদস্যরা ছিলেন না। ফলে নোটিসটি তাঁর বাড়ির দেওয়ালে সাঁটিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে রাজ্য পুলিশের একটি সূত্র জানিয়েছে,সাংসদের বিরুদ্ধে অভিযোগ চেয়ারম্যান থাকাকালীন তিনি এলাকার নিকাশি লাইনের জন্য তাঁর এক আত্মীয়কে কাজের বরাত দেন এবং প্রায় সাড়ে ৪ কোটি টাকা অগ্রিম হিসেবেও দিয়েছিলেন। কিন্তু আদতে কোনও কাজ হয়নি। চেয়ারম্যানের পদ থেকে তিনি সরে যাওয়ার পর বিষয়টি নিয়ে পুরসভার তরফে খোঁজ খবর নেওয়া হয়। শেষপর্যন্ত পুরসভা কর্তৃপক্ষই ভাটপাড়া থানার পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ দায়ের করলে একটি মামলা শুরু হয়। সেই মামলাটি পরে সিআইডি তদন্তের দায়িত্ব নেয়। সেই সূত্রেই তাঁকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হবে। এই মামলায় অর্জুন ছাড়াও তাঁর ভাইপো সৌরভ ও আরও একজনকে ডাকা হয়েছে বলে জানা গেছে।