মালদা

বিদ্যালয়ে চুরির ঘটনায় সাফল্য মালদা মানিকচক থানার পুলিশের

হক জাফর ইমাম, মালদা: ধারাবাহিক ভাবে বিদ্যালয় চুরির ঘটনায় তদন্তে নেমে সাফল্য পেলো মালদা মানিকচক থানার পুলিশ।উদ্ধার চুরি যাওয়া সামগ্রী সহ গ্রেফতার চার যুবক।দ্রুত চুরির সামগ্রী উদ্ধার হওয়ায় মানিকচক পুলিশকে ধন্যবাদ জানাচ্ছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।ধৃত চারজনকেই মালদা জেলা আদালতে পেশ করেছে মানিকচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানাগেছে, ধৃতরা হলেন সিদ্ধার্থ দাস(২০)স্নাতক স্তরের প্রথম বর্ষের ছাত্র।দীপঙ্কর লালা(১৯),চন্দন মন্ডল(২০) ও অভিজিৎ মন্ডল(২০)।ধৃতরা সকলেই মানিকচক থানার ধরমপুর অঞ্চলের ঝাইটনটোলা গ্রামের বাসিন্দা।ধৃতদের কাছ থেকে পুলিশ জানিয়েছে,মানিকচক উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার রুমে চুরির ঘটনায় অভিযোগ জমা পরে গত ১৪ ই জুন।সেই অভিযোগের তদন্তে নামে পুলিশ।গোপন খবর পেয়ে শুক্রবার রাতে ওসি দেবব্রত চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ বাহিনী অভিযান চালায় ঝাইটনটোলা গ্রামে।ধৃতদের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে বিদ্যালয়ে চুরি যাওয়া সমস্ত কম্পিউটার সামগ্রী।উদ্ধার হয় ৪ টি মনিটর, ৪ টি সিপিইউ মেশিন, ৪টি ব্যাটারি সহ কম্পিউটারের একাধিক সামগ্রী।পুলিশের জেরায় গত ৮ তারিখ রাতে চুরির ঘটনার কথা স্বীকার করেছে ধৃতরা বলে জানিয়েছে পুলিশ। বিদ্যালয় সূত্রে জানাগেছে, গত ১০ তারিখ বিদ্যালয় খুলে।তার আগে বিদ্যালয়ে চলছিলো নানান কাজ।রঙের কাজে যুক্ত ছিলো এই চারজন।যারা এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।১৩ জুন বিদ্যালয় কর্তৃপক্ষ জানতে পারেন কম্পিউটার বিভাগে চুরির ঘটনার কথা।পরদিন অর্থাৎ ১৪ ই জুন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রুতি কুমারী মানিকচক থানায় অভিযোগ দায়ের করে।তারপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা সহ চার চোরকে পাকড়াও করেন।পুলিশের এই দ্রুত এই চুরির কিনারা করায় খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ।পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রুতি কুমারী। এদিন ধৃত চারজনকেই মালদা জেলা পেস করেছে মানিকচক থানার পুলিশ।সাথে উদ্ধার হওয়া সামগ্রী বিদ্যালয় কর্তৃপক্ষকে ফিরিয়ে দিতে আইনি পদক্ষেপ শুরু করেছে পুলিশ।