দেশজুড়ে করোনার প্রকোপ। যার ফলে বহু শিশু অনাথ হয়ে পড়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের তরফে কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যদিকে করোনায় বাবা-মাকে হারিয়ে অনাথ হওয়া শিশুদের ভবিষ্যত সুরক্ষিত করতে কেন্দ্র সরকারের কাছে আবেদন জমা পড়েছিল বিভিন্ন মহল থেকে। প্রধানমন্ত্রীকে খোলা চিঠি পাঠান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও। সাড়া দিলেন মোদি। শনিবার তিনি জানালেন, অতিমারীতে অনাথ হওয়া শিশুদের ‘পিএম কেয়ার্স ফান্ড’ থেকে সাহায্য করবেন। বললেন, ‘শিশুরা দেশের ভবিষ্যত, তাদের সুরক্ষিত রাখতে এবং পাশে থাকতে দেশ যা করা সম্ভব তাই করবে।’ প্রধানমন্ত্রীর অফিস থেকে শনিবার বিবৃতি দিয়ে বলা হল, কোভিডে অনাথ শিশুদের ১৮ বছর বয়স পর্যন্ত মাসিক ভাতা দেবে কেন্দ্র সরকার। ২৩ বছরে পা দিলেই তারা ১০ লক্ষ টাকা পাবে। মোদি বলেন, শিশুদের সাহায্য করতে যতটা সম্ভব চেষ্টা করা হবে যাতে তারা উজ্জ্বল ভবিষ্যত গড়তে পারে।