সুন্দরবন টাইগার রিজার্ভের হরিখালি ক্যাম্পের পাশে রবিবার সকালেই মৃত্যু হয় একটি বাঘের। পূর্ণবয়স্ক বাঘটিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন বনকর্মীরা। মুখে দেওয়া হয়েছিল ওআরএস মেশানো জল। কিন্তু বাঘটি তা খেতে অক্ষম হয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে সজনেখালি ক্যাম্পে চিকিত্সার জন্য নিয়ে আসার চেষ্টা করেন বনকর্মীরা। কিন্তু শেষরক্ষা হয়নি। পথেই মৃত্যু ঘটে বাঘটির। ময়না তদন্ত করে দেখে নেওয়া হচ্ছে মৃত্যুর আসল কারণ কী। প্রাথমিকভাবে অনুমান, বয়সের জন্যই মৃত্যু হয়েছে বাঘটির। রবিবার সকালেই বাঘটি হরিণভাঙা জঙ্গল থেকে বেরিয়ে হরিখালি ক্যাম্পের পাশে চলে এসেছিল। অসুস্থ অবস্থায় তাকে দেখতে পেয়ে বনকর্মীরা শুশ্রূষা করার চেষ্টা করেন। নৌকা করে চিকিত্সার জন্য তাকে সজনেখালি নিয়ে যাওয়ার চেষ্টাও করা হয়। কিন্তু পথেই বাঘটি মারা যায়। বাঘটির বয়স ১২ থেকে ১৪ বছরের কাছাকাছি।