পশ্চিমবঙ্গের বকেয়া টাকা দিন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠি লিখে জানালেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। অমিত মিত্র এও লেখেন, করোনা পরিস্থিতির মধ্যেই ঘূর্ণিঝড় ইয়াস-এর হানায় বিধ্বস্ত হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলা, কিন্তু পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় কেন্দ্রীয় সাহায্য মেলেনি। এমনকি, কেন্দ্রীয় সরকারের তরফে জিএসটি থেকে প্রাপ্য অংশটুকুও রাজ্যকে দেওয়া হচ্ছে না। পাশাপাশি কোভিড আবহে স্যানিটাইজারের মতো অত্যাবশকীয় স্বাস্থ্য-পণ্যে ১৮ শতাংশ জিএসটি বসানোরও বিরোধিতা করেছেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে পাঠানো ৪ পাতার চিঠিতে অমিত লিখেছেন, ‘২০২০-র এপ্রিল থেকে ২০২১-এর জানুয়ারি পর্যন্ত কেন্দ্র আনুমানিক ৬৩ হাজার কোটি টাকা জিএসটি বকেয়া রেখেছে বিভিন্ন রাজ্যের। এর মধ্যে পশ্চিমবঙ্গের প্রাপ্য ৪ হাজার ৯১১ কোটি টাকা’। সেই টাকা রাজ্যেকে দেওয়ার দাবি জানিয়েছেন অমিত। এ ছাড়া জিএসটি তহবিল থেকে রাজ্যগুলিকে বিনা শর্তে সংশ্লিষ্ট রাজ্যের জিডিপি-র ৫ শতাংশ পর্যন্ত ঋণ দেওয়ারও দাবি তোলা হয়েছে চিঠিতে। অমিতের দাবি, ইয়াস-পরবর্তী ত্রাণ ও পুনর্গঠন এবং করোনা টিকাকরণে বাড়তি খরচের কারণে পরিকাঠামো উন্নয়নের বাজেটে টান পড়বে। তাই ঋণ প্রয়োজন। পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অমিত মনে করিয়ে দিয়েছেন, গত মাস চিঠি পাঠিয়ে করোনা মোকাবিলায় চিকিত্সার খরচ কমাতে প্রতিষেধক, ওষুধ-সহ সংশ্লিষ্ট একাধিক পণ্যে জিএসটি মকুব করার দাবি জানিয়েছিলেন তিনি। চিঠিতে অমিত মিত্র এও জানিয়েছেন, রাজ্যগুলিকে বিনা শর্তে জিডিপির-৫ শতাংশ ঋণ দেওয়া হোক। ঋণের কারণ হিসেবে তিনি জানিয়েছেন ‘যশ’-এর ধাক্কায় ত্রাণ-কাজে ও একাধিক জেলাকে সাজাতে অনেক অর্থের প্রয়োজন। এছাড়াও রাজ্য টিকা কেনায় বাড়তি খরচ হচ্ছে যার ফলে রাজ্যের বাজেটে টান পড়ছে, এই ঋণ সেই কাজে লাগানো হবে।