জেলা

বালুরঘাট পৌরসভায় বিক্ষোভ ও ডেপুটেশন আরএসপির

হক নাসরিন বানু, দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট পৌরসভার পৌর নির্বাচন এবং গরিব মানুষের ভাতাসহ অন্যান্য দাবিতে বালুরঘাট পৌরসভা বিক্ষোভ ও ডেপুটেশন আরএসপি। এদিন বিকেলে বালুরঘাট পৌরসভা সামনে অবস্থান-বিক্ষোভ আর এস পি কর্মী সমর্থকরা। এরপর পুরসভার প্রশাসক কে বিভিন্ন দাবিতে ডেপুটেশন বামফ্রন্টের আর‌এসপি নেতৃত্ব। বিগত পুর বোর্ডের বিরোধী দলনেত্রী আর‌এসপির সুচেতা বিশ্বাস জানান, বালুরঘাট পুরসভার বোর্ড না থাকায় বিভিন্ন ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছেন সাধারণ নাগরিক। বালুরঘাটের গরিব মানুষেরা ভাতা পাচ্ছেন না ঠিকমতো। ওয়ার্ড গুলিতে কাউন্সিলার না থাকায় অন্যান্য পরিষেবা থেকেও বঞ্চিত হচ্ছেন বালুরঘাটের নাগরিক। এছাড়াও বালুঘাট পুরসভায় দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি।উল্লেখ্য বালুরঘাট পৌরসভা বিগত ৭ মাস আগে বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বালুরঘাট মহকুমা শাসক ইশা মুখার্জি প্রশাসক হিসেবে বসেছেন।
# ছবি হোয়াটসঅ্যাপে।